Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক ও সমমান পর্যায়ে ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান।

২। বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার পরিদর্শন ও মনিটরিং করা।

৩। এবতেদায়ী স্তুরে (১ম থেকে ৫ম) এবং মাধ্যমিক ও সমমান স্তুর (৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম) পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ।

৪। বেসরকারি পশিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী সংগ্রহ এবং পরীক্ষা নিরীক্ষা করে মতামত সহ জেলা শিক্ষা অফিসে প্রেরণ।

৫। সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের জন্য উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন।

৬। নিম্নমাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারী নিয়োগ কমিটিতে মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন।

৭। উপজেলা পর্যায়ে সকল পাবলিক পরীক্ষার সদস্য হিসাবে দায়িত্ব পালন।

৮। উপজেলার সকল সরকারি/ বেসরকারি নিম্নমাধ্যমিক/ মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক, দাখিল মাদ্রাসা ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সাময়িক/ বার্ষিক/ নির্বাচনী পরীক্ষার অভিন্ন সময়সূচি প্রনয়ণ ও পরীক্ষা গ্রহণ।

৯। সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন মাসিক পে-অর্ডার (এম.পি.ও) অন্তর্ভূক্ত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষান্তে জেলা শিক্ষা অফিসারের দপ্তরে সুপারিশ সহ প্রেরণ এবং প্রযোজ্য ক্ষেত্রে এম.পি.ও স্থগিতে সুপারিশকরণ।

১০। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাসিক পে-অর্ডার (এম.পি.ও) উত্তোলনের পূর্বে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক শিক্ষক উপস্থিতির প্রতিবেদনে প্রতিস্বাক্ষরকরণ।

১১। প্রতিষ্ঠান প্রধানদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (ACR) প্রতিস্বাক্ষর করা।

১২। শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান ও উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এ সংক্রান্ত প্রতিবেদন প্রদান।

১৩। SBA, PBM, CQ এবং Inclusive Education(একীভূত শিক্ষা) বাস্তবায়নে মাধ্যমিক প্রতিষ্ঠানসমূহকে সহযোগিতা ও পর্যবেক্ষণ করা।

১৪। জাহীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া সমিতির উপজেলা সংগঠন পরিচালনা ও নিয়ন্ত্রণ এবং সম্পাদন হিসাবে দায়িত্ব পালন।

১৫। Database হালনাগাদ করণের জন্য স্ব স্ব উপজেলার Database বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান এবং স্তর পরিবর্তিত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা অর্ধ- বার্ষিক (Semi-annually) ভিত্তিতে ব্যানবেইসে প্রেরণ নিশ্চিত করা।

১৬। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম তদারকি।

১৭। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট তালিকা প্রেরণ।

১৮। জাতীয় শিক্ষানীতি- ২০১০ বাস্তবায়ন সরকার কর্তৃক নির্দেশসমূহ বাস্তবায়ন।

১৯। IMS ডাটা হালনাগাদ পূর্বক BANBEIS এ প্ররণ।

২০। স্কাউট আন্দলন গতিশীল ও বেগবান করার জন্য উপজেলা কমিটির সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন।