০১। সরকার কর্তৃক বিনামুল্যে বিতরনকৃত মাধ্যমিক, দাখিল,এবতেদায়ী ও এস, এস,সি ( ভোকেশনাল) সত্মরের বই বিনামুল্যে সঠিক ও
সুষ্ঠুভাবে ছাত্র/ছাত্রীদের মাঝে বিতরনের ব্যবস্থা করা।
০২। ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যমত্ম ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের মাঝে উপবৃত্তি বিতরন করা হয়। ছাত্র-১০% ছাত্রী-৩০% হারে।
০৩। একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ভর্তিকৃত ৪০% গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে উপবৃত্তি বিতরন করা হয়।
০৪। বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়,নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের মাসিক বেতন বিলে উপস্থিতির হাজিরা প্রতিস্বাক্ষর করা হয়।
০৫। শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক জারিকৃত পরিপত্রের আলোকে বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষক্ষত্রে সরকারের
প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা হয়।
০৬। শিক্ষা মন্ত্রনালয় ,মাউশি, কর্তৃক ক্লাস্টার ভিত্তিক নির্ধারিত ফরমে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
০৭। শিক্ষা মন্ত্রনালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর,ঢাকা, মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন প্রকল্প (SESDP)শিক্ষা ভবন, দ্বিতীয় বস্নক, ঢাকা, টিচিং কোয়ালিটি ইমপ্রম্নভমেন্ট ইন সেকেন্ডারী এডুকেশন প্রজেক্ট ((TQI SEP)শিক্ষা ভবন, দ্বিতীয় বস্নক, ঢাকা, উপ- পরিচালক,ঢাকা অঞ্চল,ঢাকা, জেলা প্রশাসক ,উপজেলা নির্বাহী অফিসার,জেলা শিক্ষা অফিসার কর্তৃক বিভিন্ন সময়ে জারীকৃত পরিপত্রের আলোকে মাঠ পর্যায়ে নির্দেশনা বাসত্মবায়ন ও সমন্বয় সাধন করা হয়।
০৮।, টিচিং কোয়ালিটি ইমপ্রম্নভমেন্ট ইন সেকেন্ডারী এডুকেশন প্রজেক্ট ((TQI SEP)শিক্ষা ভবন, দ্বিতীয় বস্নক, ঢাকা কর্তৃক পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষক্ষ্য সিপিডি-১, সিপিডি-২. এসটিসি কোর্স,ও প্রধান শিক্ষকদের প্রশাসনিক দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করার সমন্বয় সাধন করা হয়।
০৯। মাধ্যমিক শিক্ষা খাত উন্নয়ন প্রকল্প (SESDP)শিক্ষা ভবন, দ্বিতীয় বস্নক,ঢাকা এর আওতায় সরকার কর্তৃক নির্ধারিত PBM-Performance Based Management (কৃতি ভিত্তিক ব্যবস্থাপনা),SBA-School Based Assessment (বিদ্যালয় ভিত্তিক মুল্যায়ন),CQ-Creative Question (সৃজনশীল প্রশ্ন)ইত্যাদি বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হয় |
১০। প্রধান শিক্ষক ও IMC-Institute Management committee (প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটি) সভাপতি ও অভিভাবক সদস্যদের PBM-Performance Based Management (কৃতি ভিত্তিক ব্যবস্থাপনা),SBA-School Based Assessment (বিদ্যালয় ভিত্তিক মুল্যায়ন),CQ-Creative Question (সৃজনশীল প্রশ্ন)ইত্যাদি বিষয়ে ওরিয়েন্টটেশন এর আয়োজন করা হয়।
১১। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যমত্ম সাময়িক, বার্ষিক ও নির্বাচনী পরীক্ষার রম্নটিন উদ্ধর্তন কর্তৃপক্ষক্ষর নির্দেশ মোতাবেক উপজেলা ভিত্তিক সমন্বয় করা হয়।
১২। উদ্ধর্তন কর্তৃপক্ষক্ষর নির্দেশ মোতাবেক বিভিন্ন পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করা হয়।
১৩। প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মাসিক সমন্বয় সভা করা হয়।
১৪। সকল প্রতিষ্ঠান ভিত্তিক বিভিন্ন কাজের সমন্বয় সাধন ও সাহযোগীতা করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS